Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এপিএ চুক্তি, বিরল, ২০২১-২২
বিস্তারিত

 

 

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

 

 

 

 

 

 

 

জেলা মৎস্য কর্মকর্তা, দিনাজপুর

 

এবং

 

                           উপজেলা মৎস্য কর্মকর্তা, বিরল, দিনাজপুর

 

এর মধ্যে স্বাক্ষরিত

 

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

(Annual Performance Agreement)

 

 

 

 

 

 

 

 

 

 

জুলাই ১, ২০২১ - জুন ৩০, ২০২২

 

সূচিপত্র

 

 

বিষয়

পৃষ্ঠা নং

কর্মসম্পাদনের সার্বিক চিত্র

 

প্রস্তাবনা

 

সেকশন ১: রূপকল্প, অভিলক্ষ্য, কর্মসম্পাদনের ক্ষেত্র এবং কার্যাবলি

 

সেকশন ২: বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/ প্রভাব

 

সেকশন ৩: কর্মসম্পাদন পরিকল্পনা

 

সংযোজনী ১শব্দসংক্ষেপ

 

১২

সংযোজনী ২: কর্মসম্পাদন সূচকের পরিমাপ পদ্ধতি

 

১৩

সংযোজনী ৩: অন্য অফিসেরসঙ্গে সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচকসমূহ

 

১৬

সংযোজনী ৪: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ২০২১-২০২২

 

১৮

সংযোজনী ৫: ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা, 2021-22

 

২০

সংযোজনী ৬: অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনা, ২০২১-২০২২

 

২১

সংযোজনী ৭: সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা, ২০২১-২০২২

 

২২

সংযোজনী ৮: তথ্য অধিকার বিষয়ে বার্ষিক কর্মপরিকল্পনা, 2021-22

 

২৩

 

 

 

 

 

 

 

 

 

কর্মসম্পাদনের সার্বিক চিত্র

(Overview of the Performance of the Department/Organization)

 

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্য পরিকল্পনা

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

 

কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী দেশের মোট জিডিপি’র ৩.৫২ শতাংশ এবং কৃষিজ জিডিপি’র এক-চতুর্থাংশের বেশি (২৬.৩৭ শতাংশ) মৎস্যখাতের অবদান। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের প্রায় ৬০ ভাগ আসে মাছ থেকে। বিগত তিন অর্থবছরে (২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০) মোট মৎস্য উৎপাদন ছিল ৪২.৭৭, ৪৩.৮৪ ও ৪৫.০৩ লক্ষ মেট্রিক টন। এছাড়া বিগত তিন অর্থবছরে ৬৮৯৩৫.৪৫, ৭৩১৭১.৩২ ও ৭০৯৪৫.৩৯ মে.টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে যথাক্রমে ৪৩০৯.৯৪, ৪২৫০.৩১ ও ৩৯৮৫.১৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন ও বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে যথাক্রমে ৩য় ও ৫ম স্থান অধিকার করেছে (এফএও, ২০২০)। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় (এফএও, ২০২০)।

 

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ

  • ব্রুডস্টকের অবক্ষয়, গুণগত মানসম্পন্ন পোনা, খাদ্য ও অন্যান্য উপকরণের অপর্যাপ্ততা;
  • জলাবদ্ধতা, মাছের মাইগ্রেশন বাধাপ্রাপ্ত হওয়া ও জীববৈচিত্র্য হ্রাস;
  • পানি প্রবাহ হ্রাস এবং পলি জমার কারণে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র বাধাগ্রস্ত হওয়া;
  • গলদা ও বাগদা চাষের ক্ষেত্রে গুণগত মানসম্পন্ন ও ভাইরাসমুক্ত পিএল এবং মানসম্পন্ন খাদ্যের অভাব;
  • জেলেদের মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে বিকল্প জীবিকায়ন সহায়তার অভাব; এবং
  • সামুদ্রিক মৎস্যসম্পদের মজুদ নির্ণয়, স্থায়িত্বশীল আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা।

 

ভবিষ্যৎ পরিকল্পনা

 

সরকারের নির্বাচনী ইশতেহার, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে উন্নীতকরণ এবং এসডিজি-এ উল্লিখিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২১-২০২৫) মৎস্য সেক্টরে অর্জিতব্য প্রধান লক্ষ্যসমূহ নির্ধারণ করা হয়েছে:

  • চাষকৃত মাছের উৎপাদন ২০১৯-২০ সালের (২৫.৮৩ লক্ষ মে.টন) তুলনায় ১২.৫০ শতাংশ এবং মোট মাছের উৎপাদন ১১ শতাংশ বৃদ্ধি করা;
  • দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ ৬৪ গ্রাম নিশ্চিত করা;
  • হিমায়িত চিংড়ি, মাছ ও ভ্যালু অ্যাডেড মৎস্যপণ্য রপ্তানি ১.০০ লক্ষ মে.টনে উন্নীতকরণ;
  • বেকার যুবক ও যুবমহিলাদের জন্য অধিকতর কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্যচাষে ২০-২৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ;
  • মৎস্যচাষি/মৎস্যজীবীদের আয় ৩০ শতাংশ বৃদ্ধিকরণ;
  • আন্তর্জাতিক বাজারে মাছ ও চিংড়ি সরবরাহের প্রতিটি ধাপে উত্তম চাষ ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা; এবং
  • সামুদ্রিক মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন।

 

২০২১-২২ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • দেশব্যাপী ৮৫০০ টি প্রদর্শনী মৎস্য খামার, ৪৫০টি বিল নার্সারি ও ১০টি নতুন মৎস্য অভয়াশ্রম স্থাপন এবং মৎস্য আহরণে নিয়োজিত ১৮০টি বাণিজ্যিক মৎস্য ট্রলারের লাইসেন্স প্রদান ও নবায়ন;
  • দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১.২০ লক্ষ জন মৎস্যচাষি ও ৩০০০ কর্মকর্তা/কর্মচারিদের প্রশিক্ষণ প্রদান;
  • মৎস্য ও মৎস্যজাত পণ্যের সেফটি কম্প্ল্যায়েন্স নিশ্চিতকরণে ৮০০টি মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা ও স্থাপনা এবং ৪৩০০টি কনসাইনমেন্ট পরিদর্শন; এবং
  • এ সকল কার্যক্রমের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে মাছের উৎপাদন ৪৬.৭৭ লক্ষ মেট্রিক টনে উন্নীত করা।

 

 

 

প্রস্তাবনা

 

সরকারি দপ্তর/সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে-

 

 

জেলা মৎস্য কর্মকর্তা, দিনাজপুর

 

এবং

 

 উপজেলা মৎস্য কর্মকর্তা, বিরল, দিনাজপুর

 

এর মধ্যে ২০২১ সালের জুন মাসের ২১ তারিখে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো।

 

 

 

এ চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিম্নলিখিত বিষয়সমূহে সম্মত হলেন:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সেকশন ১

 

মৎস্য অধিদপ্তরের রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যও কার্যাবলি

 

.১ রূপকল্প (Vision)

মৎস্যজাত উৎস হতে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধি।

 

.২ অভিলক্ষ্য  (Mission)

মৎস্য ও চিংড়িসহ অন্যান্য জলজসম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ট জনগোষ্ঠীর অংগ্রহণে উন্মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্র হতে প্রাপ্ত সুফলের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষি, তথা বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন।

 

.৩ কৌশলগত উদ্দেশ্যসমূহ  (Strategic Object)

 

..১ মৎস্য অধিদপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ

  1. টেকসই সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমেমৎস্যসম্পদের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি;
  2. মৎস্য ও মৎস্যজাত পণ্যের মান নিয়ন্ত্রণ ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা;
  3. মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; এবং
  4. মৎস্য রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।

 

..২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ

 

  1. দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতাবৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ;
  2. কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি; এবং
  3. আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।

 

.৪ কার্যাবলি (Functions)

 

  1. বিল নার্সারি স্থাপন;
  2. জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ;
  3. জলাশয়ভিত্তিক মৎস্যজীবীদের সংগঠিত করা ও পরিচালনা;
  4. মৎস্যজীবী/সূফলভোগীদের জলাশয় ব্যবস্থাপনা/ আইন প্রতিপালন বিষয়ক সচেতনতা সৃষ্টি /উদ্বুদ্ধুকরণ;
  5. মাছের অভয়াশ্রম স্থাপন/রক্ষণাবেক্ষণ;
  6. মৎস্যচাষ প্রযুক্তি ও সী-উইড চাষ প্রযুক্তি সম্প্রসারণ;
  7. মৎস্য খামার যান্ত্রিকীকরণ ও মৎস্য সাপ্লাই চেইন উন্নয়ন
  8. মৎস্যখাদ্য সংক্রান্ত লাইসেন্স প্রদান ও মৎস্য খাদ্য পরীক্ষা;
  9. মৎস্যচাষ ব্যবস্থাপনা উন্নয়নে পরিদর্শন ও পরামর্শ প্রদান;
  10. হ্যাচারি/মৎস্যবীজ খামারে মানসম্পন্ন মাছের রেণু উৎপাদন;
  11. বছর ব্যাপী বিশেষ মৎস্য সেবা প্রদান;
  12. উত্তম মৎস্যচাষ অনুশীলন সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন;
  13. কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান;
  14. মৎস্যচাষি, মৎস্যজীবী মৎস্য প্রক্রিয়াকরণ সংশ্লিষ্টসহ অন্যান্য সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান;
  15. মৎস্য বিষয়ক কারিগরি শিক্ষা বাস্তবায়ন; এবং
  16. মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি

 

সেকশন ২

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/প্রভাব(Outcome/Impact)

 

চুড়ান্ত ফলাফল/প্রভাব(Outcome/ Impact)

কর্মসম্পাদন সূচকসমূহ

(Performance Indicator)

একক (Unit)

প্রকৃত**

লক্ষ্যমাত্রা**২০২১-২২

প্রক্ষেপণ**

 

নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থাসমূহের নাম

 

উপাত্তসূত্র

(Source of Data)

২০১৯-২০

২০২০-২১*

২০২২-২৩

২০২৩-২৪

মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ বৃদ্ধি      

মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ

ওজন (গ্রাম/দিন)

৬৩.০০

৬৫*

৬৫.০০

৬৫.০০

৬৫.০০

ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা

মৎস্য অধিদপ্তরীয় রিপোর্ট, বিবিএস, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা

মাছের উৎপাদন বৃদ্ধি 

মাছ উৎপাদনের পরিমাণ**

মে.টন

৬.১১৫

৬.৬৩

৭.৪১

 ৮.৩৪

৮.৭২

স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 

মৎস্য অধিদপ্তরীয় রিপোর্ট, এফআরএসএস

 

 

* সাময়িক

** এই সেকশন ২ এর জন্য (প্রকৃত, লক্ষ্যমাত্রা, প্রক্ষেপণ ও মাছের উৎপাদনের পরিমাণ):

  • উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার মাছের উৎপাদনের পরিমান লিপিবদ্ধ করতে হবে;
  • জেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রে জেলাধীন সংশ্লিষ্ট উপজেলাসমূহের মাছের উৎপাদনের পরিমান একীভূতকরে লিপিবদ্ধ করতে হবে;
  • বিভাগীয় মৎস্য দপ্তরের ক্ষেত্রে বিভাগাধীন সংশ্লিষ্ট জেলাসমূহের মাছের উৎপাদনের পরিমান একীভূতকরে লিপিবদ্ধ করতে হবে;

 

 

 

 

 

 

 

 

সেকশন ৩:কর্মসম্পাদন পরিকল্পনা

 

কর্মসম্পাদন ক্ষেত্র

ক্ষেত্রের মান

কার্যক্রম

কর্মসম্পাদন সূচক

গণনা পদ্ধতি

একক

কর্মসম্পাদন সূচকের  মান

প্রকৃত অর্জন

লক্ষ্যমাত্রা/নির্ণায়ক২০২১-২২

প্রক্ষেপণ

প্রক্ষেপণ

২০১ -২০

২০২০ -২১

অসাধারণ

অতি উত্তম

উত্তম

চলতি মান

চলতি মানের নিম্নে

২০২২-২৩

২০২৩-২৪

১০০%

৯০%

৮০%

৭০%

৬০%

১০

১১

১২

১৩

১৪

১৫

১৬

কর্মসম্পাদন ক্ষেত্রসমূহ (বিধি/আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব অনুযায়ী, সর্বোচ্চ ৫টি)

[১]  টেকসই সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি

25

[.]   বিল নার্সারি স্থাপন

[..] স্থাপিত বিল নার্সারি

সমষ্টি

সংখ্যা

5

০.৫০

হে.

০.৫০

হে.

-

-

-

-

[.জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

[..] অবমুক্তকৃত পোনার পরিমাণ

সমষ্টি

পরিমাণ

( মে.টন)

5

0.80

  0.8

.৩৫

০.৩০

০.২৫

০.২০

০.১৫

০.৪০

০.৫০

[.জলাশয়ভিত্তিক মৎস্যজীবীদের সংগঠিত করা ও পরিচালনা

 [..] সংগঠিত মৎস্যজীবী দল

সমষ্টি

সংখ্যা

2

-

-

-

-

-

-

-

০১

০১

[.] মৎস্যজীবী/সূফলভোগীদের জলাশয় ব্যবস্থাপনা/ আইন প্রতিপালন বিষয়ক সচেতনতা সৃষ্টি /উদ্বুদ্ধুকরণ 

[.4.আয়োজিত সচেতনামূলক /উদ্বুদ্ধুকরণ  সভা

সমষ্টি

সংখ্যা

3

-

-

[.5   মাছের অভয়াশ্রম স্থাপন/রক্ষণাবেক্ষণ

[.5.স্থাপিত নতুন মৎস্য অভয়াশ্রম

সমষ্টি

সংখ্যা

 

-

-

-

-

-

-

-

-

-

-

[..] রক্ষণাবেক্ষণকৃতমৎস্য অভয়াশ্রম

সমষ্টি

সংখ্যা

 

0

0

-

-

-

-

-

[.6] মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন

[.6.] পরিচালিত অভিযান

সমষ্টি

সংখ্যা

 

৩0

0

১২

১১

১০

১৪

১৬

[২]  স্থায়িত্বশীল মৎস্যচাষ উন্নয়ন ও ব্যবস্থাপনা

25

 

 

[.] মৎস্যচাষ প্রযুক্তি সম্প্রসারণ

[..] স্থাপিত প্রদর্শনী খামার

সমষ্টি

সংখ্যা

5

1.5

হে.

১.5

হে.

২৭

২৪

২১

১৮

১৫

২৮

৩০

[..] আয়োজিত মাঠ দিবস/মত বিনিময় সভা/সচেতনতামূলক সভা/ পরামর্শ দিবস

সমষ্টি

সংখ্যা

 

2

-

-

[..] আয়োজিত মৎস্য মেলা/ ঊদ্ভাবনী মেলা/ মৎস্যচাষি র‌্যালি

সমষ্টি

সংখ্যা

 

2

-

-

[..] আয়োজিত সেমিনার/ ওয়ার্কশপ

সমষ্টি

সংখ্যা

2

-

-

-

-

-

-

-

-

[২.১.5] উৎপাদিত/সরবরাহকৃত এসপিএফ (SPF) চিংড়ি পিএল

সমষ্টি

সংখ্যা

(কোটি)

-

-

-

-

-

-

-

-

-

-

[2.2] সী-উইড চাষ প্রযুক্তি সম্প্রসারণ (পাইলটিং)

[2.2.১] সম্প্রসারিত সী-উইড চাষ প্রযুক্তি

সমষ্টি

আয়তন (হেক্টর)

-

-

-

-

-

-

-

-

-

-

[2.3] মৎস্য খামার যান্ত্রিকীকরণ

[.3.] উন্নয়ন সহায়তা / চাষির নিজ উদ্যোগে স্থাপিত যন্ত্রপাতি

সমষ্টি

সংখ্যা

 

-

-

-

-

-

-

-

[.] মৎস্য সাপ্লাই চেইন উন্নয়ন

[..] তৈরি/উন্নয়নকৃত মৎস্য/চিংড়ি উৎপাদনকারীদের সংগঠন

সমষ্টি

সংখ্যা

 

-

-

[..] মাছ বাজারজাতকরণের জন্য পরিচালিত অনলাইন/গ্রোথ সেন্টারের সংখ্যা

সমষ্টি

সংখ্যা

 

-

-

-

-

-

-

-

-

-

-

[.মৎস্য খাদ্য ও উপকরণ ব্যবস্থাপনা

 

[..]প্রদানকৃত/নবায়নকৃত মৎস্যখাদ্য সংক্রান্ত লাইসেন্স

সমষ্টি

সংখ্যা

 

2

-

-

[..] পরীক্ষিত মৎস্য খাদ্য নমুনা

প্রকাশের তারিখ
22/06/2021
আর্কাইভ তারিখ
30/06/2022